সৌদি প্রো লিগে টানা চার ম্যাচ জিতে রীতিমত উড়ছিল আল হিলাল। কিন্তু গতকাল তলানির দিকের দল দামাকের কাছে হোঁচট খেয়েছে তারা। এমনকি সতীর্থদের দিয়েও গোল করাতে পারেননি ৩১ বর্ষী ব্রাজিলিয়ান।নেইমারের ছন্দহীন থাকার ম্যাচে ১-১ গোলে ড্র করে জয়রথ ভাঙে ক্লাবটির।

বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের নয় মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা সালেম আল দাওসারির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।

প্রথমার্ধে অবশ্য গোল পাওয়ার আরও সুযোগ পায় নেইমারের দল। তার অসাধারণ পাসে গোল করতে ব্যর্থ হন ফুলহ্যাম থেকে এ বছর সৌদি প্রো লিগে নাম লেখানো আলেক্সান্দর মিত্রোভিচ। এরপর আগের ম্যাচে হলুদ কার্ড দেখা নেইমারও গোলের একটি সুযোগ নষ্ট করেন।

আল হিলাল দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ গেলেও জালে বল জড়াতে পারেনি। উল্টো গোল খেয়ে বসে। অসাধারণ এক ফ্রি-কিক থেকে ৬৮ মিনিটে দামাককে সমতায় ফেরান রোমানিয়ান ফুটবলার নিকোলা স্তানচিউ। তাতে শেষপর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে নেইমার বাহিনী।