সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই। এমন ম্যাচে সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আর এই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ একদিনের ক্রিকেট খেলায় ১৭১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৩৪ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রান টাইগাররা। এখন নিউজিল্যান্ডকে জিততে হলে করতে হবে ১৭২ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় স্বাগতিকরা। স্কোর বোর্ডে ৮ রান যোগ করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার জাকির হাসান ও তানজিদ হাসান তামিম।
নিউজিল্যান্ডের তারকা পেসার অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার জাকির হাসান। ইনিংসের তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের করা প্রথম বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম।
দলীয় ৩৫ রানে ফেরেন তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। মিলনের দ্বিতীয় শিকারে পরিনত হন হৃদয়। তার আগে ১৭ বলে করেন ১৮ রান।
৩৫ রানে তিন উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে তারা ৫৯ বলে ৫৩ রানের জুটি গড়েন।
এরপর পানি পান বিরতি থেকে ফিরেই আউট হন মুশফিক। লুকি ফার্গুনসনের করা বলটি মুশফিকের ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করতে যাচ্ছিল, তখন পা দিয়ে বল ঢেকাতে চেষ্টা করেন মুশফিক।
কিন্তু তার আগেই বল স্টাম্পে আঘাত হানে, মুশফিকের পাও স্টাম্পে লেগে যায়। দলীয় ৮৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ২৫ বলে ১৮ রান করেন মুশফিক।
শেষ দিকে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন টাইগাররা। ৪ উইকেটে ১৩৭ রান করা বাংলাদেশ, এরপর মাত্র ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানেই অলআউট হয়।