গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার পশ্চিম অংশের একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে দুজন সাংবাদিক রয়েছেন। খবর আল জাজিরার।

তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত দুই সাংবাদিক হলেন সায়েদ আল তাওয়েল এবং মোহাম্মদ সোভ। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

গত শনিবার (৭ অক্টোবর) কয়েক হাজার রকেট লঞ্চারসহ ভারী অস্ত্র নিয়ে ইসরায়েলের মাটিতে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলও। এখন পর্যন্ত দুপক্ষের সংঘাত চলছেই।

এ বিষয়ে আল-জাজিরা জানিয়েছে, ‘আমরা গাজার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি যে এ ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম অংশে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছেন।’ তুরস্কের আনাদোলু এজেন্সি দুই সাংবাদিককে সাইদ আল-তাভিল এবং মোহাম্মদ সোব বলে শনাক্ত করেছে।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় ব্যাপকভাবে বাস্তুচ্যুতির ঘটনা সংঘটিত হচ্ছে। জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা বলছে, গত ২৪ ঘণ্টায় গাজার অগণিত মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এক লাখ ৮৭ হাজার ৫১৮ জনেরও বেশি ফিলিস্তিনি তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে বলে বিশ্বাস করা হচ্ছে।

এ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় এক লাখ ৩৭ হাজার ৪২৭ জন ৮৩ টি স্কুলে আশ্রয় নিয়েছে। আরও ৪১ হাজার যাদের বাড়ি-ঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়েছে, তারা তাদের আত্মীয় এবং প্রতিবেশীদের কাছে আশ্রয় নিয়েছেন।