আগামী ১৮ অক্টোবর ঢাকায় আসছেন ব্রাজিলের কিংবদন্তী তারকা ফুটবলার রোনালদিনহো। ২০০২ বিশ্বকাপজয়ী এই ফুটবলারের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি তার ফেসবুকে এমন ঘোষণা দিয়েছেন। এর আগে তার পৃষ্ঠপোষকতায় ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
শতদ্রু জানিয়েছেন, রোনালদিনহো আগামী ১৮ অক্টোবর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইভেন্টে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত থাকবেন। এছাড়া অধিনায়ক জামাল ভূঁইয়ারও থাকার কথা রয়েছে।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে রোনালদিনহোর বাংলাদেশ সফরের খবর। বাংলাদেশের স্পোর্টস এনার্জি ড্রিংকস ব্রান্ড ব্রুভানার আয়োজনে বাংলাদেশে আসছেন রোনালদিনহো। ব্রুভানার পৃষ্ঠপোষকতায় আয়োজন করবে ক্রিয়েশন ওয়ার্ল্ড।
রোনালদিনহোর বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়নি। মার্টিনেজকে বাংলাদেশের সমর্থকরা ঠিক ভাবে দেখতে পারেননি তার সফরকালে। তবে রোনালদিনহোর ক্ষেত্রে ভিন্নরকম কিছুর ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। কারণ ইতোমধ্যেই ব্রুভানা রোনালদিনহোর সঙ্গে ভক্তদের দেখা করার সুযোগ করতে কুইজ শুরু করেছে। কুইজে বিজয়ীরা পাবে ব্রাজিলিয়ান কিংবদন্তীর সঙ্গে দেখার করার সুযোগ।