অবরুদ্ধ গাজায় ইসরাইলের মুহুর্মুহু বোমাবর্ষণে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়েছে। বিধ্বস্ত ভবনের নীচে চাপা পড়ে আছে হাজারো মানুষ। গাজার হাসপাতালগুলোর অবস্থাও শোচনীয়। আহত মানুষের সংখ্যাটা এত বেশি  যে তাদের সবাইকে হাসপাতালে রাখা যাচ্ছেনা। বিদ্যুৎ, পানি ও চিকিৎসা সরঞ্জামের চরম সংকট চলছে সেখানে।

জাতিসংঘ জানিয়েছে, উত্তরগাজায় বোমায় বিধ্বস্ত চারটি হাসপাতাল চিকিৎসা দেয়ার অবস্থায় নেই। এদিকে, উত্তেজনার মধ্যেই ইসরাইলের সমর্থনে বুধবার তেলআবিব সফর করবেন আমেরিকার প্রেসিডেন্ট জোবাইডেন। যুদ্ধে ইসরাইলের ক্ষয়ক্ষতি কমানো ও হামাসের বিরুদ্ধে পরিকল্পনা বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করবেন তিনি।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন এই সংঘাত বন্ধে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। চলমান সংঘাত ও উত্তেজনা কমানোর জন্য করণীয় পদক্ষেপ নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্টরি সেপতাইয়্যেপ এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিমরাইসি।