আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে আছে। ভবিষ্যৎ ভেবে জনমনে আতঙ্ক বিরাজমান। তিনি বলেন, ‘দেশে একটি মহল অস্থিরতা ও সন্ত্রাসের ডাক দিচ্ছে। এই অপশক্তিকে বধ করতে হবে।’ আজ শনিবার বিকেলে দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে আওয়ামী লীগ সরকার সবসময় আছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মনিটরিং করছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্রিফ করেছেন। আগের অশুভ ঘটনাগুলো হিন্দুদের কষ্ট দিয়েছে। এ অপকর্মের পুনরাবৃত্তি চাই না। আশা করি দশমী পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, ২৮ তারিখ আওয়ামী লীগেরও মহাযাত্রা রয়েছে। বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে। ২৮ তারিখ বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের জনসমুদ্র হবে। আর ৪ নভেম্বর মেট্রোরেলের উদ্বোধনী মঞ্চে সর্বকালের সেরা জমায়েত হবে ঢাকায়। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুলকে আমন্ত্রণ রইলো।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবেশটা আমাদের অনুকূলে নাই। দেবীর ঘোটকে আগমনের বার্তা বিশ্বজুড়ে দেখা যাচ্ছে। যারা সন্ত্রাস করতে চায় তাদের অসুরের মতোই বধ করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, অস্তিত্বের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান, শেখ হাসিনা ছাড়া সংখ্যালঘুদের আর কোনো আপনজন নেই। সব উৎসবের মধ্যে দুর্গাপূজা সবচেয়ে বড়। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন প্রধানমন্ত্রী মনিটর করছেন। শেখ হাসিনা দেশের জন্য অনন্য সৃষ্টি। সারা বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি মৃত্যুর পরেও বেঁচে থাকবেন।
এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।