মানুষের মধ্যে ভোট নিয়ে অনাস্থা কেটে যাবার প্রত্যাশা বক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, নির্বাচন কমিশনের কাজ ভোট আয়োজন করা, কে ভোট দিতে আসলো কে আসলো তা দেখা নয়।

আজ রোববার (৭ই জানুয়ারি) হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ভোটে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তিনি ভোটের স্বচ্ছতা তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।