ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা উপজেলার ভাবকি-চেরুমন্ডল নামক স্থানে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। আজ সোমবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম ও তার ৩ বছরের মেয়ে আদিবা, অন্য গোড়শাইল গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মিনাল চন্দ্র এবং অটোরিকশা চালক।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমদ সময় সংবাদকে জানান, দুপুর ২টার দিকে মুক্তাগাছা থেকে একটি ট্রাক নির্মাণাধীন ব্রিজের বিকল্প রোড দিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় কালীবাড়ি থেকে মুক্তাগাছাগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোতে থাকা যাত্রী মা-মেয়েসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। অটোচালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে সেখানে তার মৃত্যু হয়। বাকি তিন জন মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।