ভারতের বিপক্ষে পরাজয় দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেট বিশ্বকাপ। তবে সেই গ্লানি ভুলে জয়ের দেখা পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ব্লুমফন্টেইনে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ১৯ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়ে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখলো বাংলাদেশ।

সোমবার (২২ জানুয়ারি) ব্লুমফনটনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছিল আয়ারল্যান্ড। যেখানে একাই ৯০ রান করেন কিয়ান হিল্টন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন।

রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৯০ রান যোগ করেন আশিকুর রহমান শিবলী ও আদিল বিন সিদ্দিক। ২০তম ওভারে এসে এই জুটিতে চিড় ধরান ম্যাথু ওয়েলডন। ৩৬ রান করা আদিলকে তুলে নেন তিনি। এরপর ৪০ রান যোগ করতেই আরও তিন উইকেট হারায় বাংলাদেশ। শিবলী ৪৪, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ২১ ও আরিফুল ইসলাম ফেরেন ১৩ রান করে।

অল্প সময়ের ভেতর তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যুবা টাইগাররা। কিন্তু হাল ধরেন আহরার আমিন ও শিহাব জেমস। তাদের অসাধারণ জুটিতে আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১০৯ রান যোগ করেন তারা। শিহাব ৫৪ বলে ৫ চারে ৫৫ রানে এবং ৬৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন আহরার।