সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এদিন মূল একাদশে নয়টি পরিবর্তন নিয়ে খেলতে নামে স্বাগতিকরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বেঞ্চের ফুটবলারদের নিয়েই ভূটানকে হারিয়েছে ৪-০ গোলে। এর আগে দিনের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত।
এদিন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে শুরু থেকেই আগ্রাসী বাংলাদেশ। অপেক্ষাকৃত দুর্বল ভুটানের বিপক্ষে নিয়মিত একাদশের ৯ জনকে বিশ্রামে রেখে একাদশ গোছান টিটু। গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ১৮ মিনিট পর্যন্ত। ভুটানের গোলরক্ষক দীক্ষা রায়কে বুঝে ওঠার কোনো সুযোগ দেননি ফরোয়ার্ড নুসরাত জাহান মিতু। জটলার মধ্যে থেকে গোল করে বাংলাদেশ লিড এনে দেন তিনি। ৩০ মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন ঐশি খাতুন। কর্নার থেকে মিতুর ক্রস হেডে জালে জড়ান তিনি। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পরও আগ্রাসী ছিল টিটুর শিষ্যরা। ৫৭ মিনিটে ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে শ্রীমতি তৃষ্ণা রানীকে পাস দেন ঐশি। গোলবারের সামনে অরক্ষিত থাকা তৃষ্ণা আলতো ছোঁয়ায় বল জালে জড়ান। ছয় মিনিট পর গোলরক্ষক ও এক ডিফেন্ডারের ভুলে চতুর্থ গোল হমজ করে ভুটান।
গোলরক্ষকের পাস ব্যাক দেন শেনদু শেরিং পেলজম। কিন্তু সেটা গোলরক্ষক দীক্ষা রায় দখলে নেয়ার আগে এগিয়ে গিয়ে জালে জড়ান ঐশি। এরপরও একাধিক আক্রমণ চালিয়েছে বাংলাদেশ। তবে জালে জড়ায়নি কোনো বল। তাতে ৪-০ গোলের জয়ে সন্তুষ্ট থাকতে হয় মিতুদের।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।