জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত হতে যাওয়া গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাবে ভেটো দেবার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে আলজেরিয়া এই প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের শেষে এই প্রস্তাবের ওপর ভোটাভোটি হবে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড জানিয়েছেন, যুদ্ধ বিরতীর এই প্রস্তাব হিতে বিপরীত ফল বয়ে আনতে পারে। যেখানে ইতিমধ্যে কাতার এবং মিশরের সহযোগীতায় মধ্যস্ততা করার চেষ্টা চলছে।

তিনি বলেন, আমরা কয়েক সপ্তাহ ধরে একটি সম্ভব্য চুক্তিতে পৌছাতে চেষ্টা করছি। যেখানে গাজা এবং ইসরাইলের মধ্যে বন্দি বিনিময় এবং সম্ভব্য মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনার বিষয় অন্তর্ভূক্ত রয়েছে।

প্রস্তাবটি পাস হতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ৯টি দেশের সমর্থন লাগবে। এছাড়াও নিরাপত্তা পরিষদের যে পাঁচ স্থায়ী সদস্য দেশ রয়েছে তাদের সবার সমর্থনেরও প্রয়োজন হবে প্রস্তাবটি গৃহীত হতে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শিগগিরই যুদ্ধবিরতির আহবান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। কিন্তু বরাবরের মতো এবারও তাতে ‘না’ অর্থাৎ ভেটো দেয়ার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন বলছে, এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে চূড়ান্তভাবে উত্থাপন করা হলে তাতে ভেটো দেবে ওয়াশিংটন।

একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে ইরানের প্রেস টিভি বলছে, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য আগামী মঙ্গলবার এই প্রস্তাবের ওপর ভোটাভুটি করতে পারে। প্রস্তাবটি দুই সপ্তাহ আগে আলজেরিয়া তৈরি করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, জোর করে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বের করে দেয়ার বিষয়ে ইসরাইল যে চক্রান্তমূলক পরিকল্পনা করছে, আলজেরিয়ার প্রস্তাবে তা প্রত্যাখ্যান করা হয়েছে। পাশাপাশি গাজায় সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহবান জানানো হয়েছে।

এছাড়াও গাজা উপত্যকায় দ্রুত ও নিরাপদে মানবিক ত্রাণ বিতরণের পরিবেশ তৈরির অনুরোধ জানিয়েছে আলজেরিয়া।