পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে কানাডা ও সৌদি আরব। দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট্রদূত নিয়োগে সম্মতি জানিয়েছে দুই দেশই।

স্থানীয় সময় বুধবার দেয়া বিবৃতিতে এ কথা জানিয়েছে উভয় দেশই। এর মাধ্যমে ২০১৮ সালে দু’দেশের মধ্যে শুরু হওয়া বিরোধের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

কানাডা ও সৌদি আরবের দেওয়া বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছরের নভেম্বরে ব্যাংককে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন-এপেক এর শীর্ষ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে হওয়া আলোচনার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্যের ওপর আরোপিত শাস্তিমূলক পদক্ষেপও প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন একজন কানাডীয় কর্মকর্তা।