চার বছরের বিরতির পর কলকাতার মঞ্চে গাইবেন জেমস। আগামী ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে গাইবেন তিনি।

‘পূজোওয়ালাদের গান পূজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব।

ফের কলকাতা সফর প্রসঙ্গে জেমস বলেন, ওপার বাংলার মানুষের সামনে বহুদিন পর হাজির হবো। আশা করছি, গানে গানে সবার মন ভরাতে পারবো।

ইতোমধ্যে ফেসবুকে পেজে কনসার্টের পোস্টার শেয়ার করেছে আয়োজক সংস্থা। ওইদিন বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে অনুষ্ঠান।

বাংলাদেশের মত, পশ্চিমবঙ্গেও জেমসের ভক্ত-অনুরাগীর সংখ্যা কম নয়। কিন্তু বেশ কয়েক বছর কলকাতাবাসীর তার লাইভ অনুষ্ঠান দেখার সুযোগ হয়নি। কলকাতা সফর প্রসঙ্গে জেমস বলেন, “ওপার বাংলার মানুষের সামনে বহুদিন পর হাজির হবো। আশা করছি, গানে গানে সবার মন ভরাতে পারবো।”

জেমস দেশের বাইরে সর্বশেষ কনসার্ট করেছেন ১০ ফেব্রুয়ারি, মালয়েশিয়ার কুয়ালালামপুরে।

কনসার্টটিতে নগরবাউল ছাড়াও পারফর্ম করবে কলকাতার ব্যান্ড ‘ফসিলস’। এই ব্যান্ডের প্রধান রূপম ইসলামও জেমসের ভক্ত, অনুরাগী।