শপথ নিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা। বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।
সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে আওয়ামী লীগের ৪৮ জন এবং পরের ধাপে জাতীয় পার্টির দুজন এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার।
সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচনি আইনের ১২ ধারা অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।
জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্বের অনুপাতে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ৪৮ জন আর জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন ২ জন।
সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দেবেন, তা সততার সাথে পালন করবেন।
নারীর ক্ষমতায়ন ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে চান তারা। প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিতে কাজ করার কথাও জানান।
পেশাজীবী যারা সংসদ সদস্য হয়েছেন, তারা নিজ পেশার মানুষের অধিকার নিয়ে সংসদে সোচ্চার থাকবেন বলে জানান। বিরোধী দলের সংসদ সদস্যরা সরকারের কাজের সমালোচনা করার পাশাপাশি নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে চান।