জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।
তিনি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদকে বাসার সামনে থেকে আটক করেছে ডিবি পুলিশ।
এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানায়, রাজধানীর মালিবাগ এলাকা থেকে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নেওয়া হয়েছে।
তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চাইলে ডিবি কর্মকর্তা শফিকুল বলেন, ‘তার সঙ্গে কথা বলা হচ্ছে।’
শওকত মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যানও ছিলেন। দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালের মার্চে তাকে বহিষ্কার করা হয়েছিল।
চলতি বছরের এপ্রিলে চলচ্চিত্র অভিনেতা ও সড়ক নিরাপত্তা আন্দোলনের কর্মী ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় জনতা পার্টি বাংলাদেশ। সাংবাদিক শওকত মাহমুদকে দলের মহাসচিব মনোনীত করা হয়।












