টানা অষ্টম জয়ে আরও একবার লিগ টেবিলের শীর্ষে ফিরল লন্ডনের ক্লাব আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ডেকলান রাইসের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ইয়োয়ান উইসা। শেষ দিকে ব্যবধান গড়ে দেন কাই হাভার্টজ।

রোববার দিবাগত রাতে লিভারপুল-ম্যানচেস্টার সিটি ম্যাচে কেউ না জিতলে এক নম্বরেই থাকবে মিকেল আরতেতার দল। বর্তমানে ২৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৪। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে লিভারপুল। ২৭ ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

এদিন ঘরের মাঠে খেলতে নেমে অবশ্য বেশ আগেই গোলের দেখা পায় দারুণ ফর্মে থাকা আর্সেনাল। লিগে সর্বশেষ চার ম্যাচে ২১ গোল করা আর্সেনালগতকার ব্রেন্টফোর্ডের বিপক্ষেও গোল পেয়ে যায় দ্রুত। ১৯তম মিনিটে বেন হোয়াইটের বক্সের ভেতরে বাড়ানো বল হেডে জালে পাঠান ডেকলান রাইস। গোলের পর ম্যাচে আর্সেনালের নিয়ন্ত্রণ আরো পোক্ত হয়। তবে গোলরক্ষক অ্যারন র‌্যামসডেলের ভুলে গোল হজম করে বসে আর্সেনাল।

ডিফেন্ডারের ব্যাকপাস দেয়া বল দেখেশুনে পুনরায় পাস করতে গিয়েছিলেন র‌্যামসডলে। এ সময় ব্রেন্টফোর্ডের ফরোয়ার্ড ওয়ানে ওয়াসা যেন জানতেন যে, ভুল করবেন আর্সেনালের গোলকিপার। সেই সুযোগ কাজে লাগানোর জন্যই ওত পেতেছিলেন তিনি।

র‌্যামসডলে পাস দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় পাশ থেকে দৌড়ে আসছিলেন ওয়াসা। অসচেতন র‌্যামসডলে শট নেয়া মাত্রই বল লেগে যায় ওয়াসার পায়ে। সেই বল দ্রুতই এগিয়ে যাচ্ছিল জালের দিকে। তখন যেন তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না র‌্যামসডেলের। অবশেষে বড় জড়ালো জালেই। ফলে ১-১ সমতায় ফেলে ব্রেন্টফোর্ড।

সমতায় ফেরার পর যেন রক্ষণভাগ শক্তিশালী করে ব্রেন্টফোর্ড। কয়েক দফা আক্রমণ করেও গোলের দেখা পেল না আর্সেনাল। জয়সূচক গোল পেতে আর্সেনালকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত। গোল পাওয়ার আগপর্যন্ত তো মনে হয়েছে, ম্যাচটি ড্র করেই হয়তো মাঠ ছাড়তে হবে আর্সেনালকে। তবে শেষ পর্যন্ত গোল পেয়ে গেলো আরতেতার শিষ্যরা।