এশিয়া ও বিশ্বকাপ সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন চলছে। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা শেষে বৃহস্পতিবার দলের সাথে যোগ দিয়েছেন পেসার শরিফুল ইসলাম। তবে এখনো যোগ দেননি লিটন দাস ও সাকিব আল হাসান।
এদিকে, জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেতে চান প্রথমবার সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটার তানজীদ তামিম। ব্যাট হাতে দলের প্রয়োজনে অবদান রাখতে চান এই বাঁহাতি ওপেনার।
এশিয়া ও বিশ্বকাপ সামনে রেখে বৃহস্পতিবারও অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। যথারীতি অনুশীলন শুরুর আগে মাঠে হয়েছে ছোট বৈঠক। এরপরই ওয়ার্ম মাপ সেরেছে দলের সবাই।
লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিয়ে বৃহস্পতিবার প্রথমবার দলের সাথে যোগ দিয়েছেন পেসার শরিফুল ইসলাম। সেন্টার উইকেটে বল করতে দেখা যায় এই বাঁহাতি পেসারকে। তবে এখনো দলের সাথে যোগ দেননি সাকিব আল হাসান ও লিটন দাস।
এশিয়া কাপের ১৭ সদস্য দলের নতুন মুখ তানজিদ হাসান তামিম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বয়স ভিত্তিক দলের মতো জাতীয় দলের হয়েও আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেতে চান তরুণ এই ক্রিকেটার।
এশিয়া কাপের মতো বড় মঞ্চে সুযোগ পাওয়ায় দারুণ খুশি তামিম। দলের প্রয়োজনে ব্যাট হাতে সেরা খেলাটাই খেলতে চান এই ওপেনার।
আগামী ২৭ই আগষ্ট এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। ৩১ই আগষ্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে সাকিব-লিটনরা।