পাকিস্তানে সন্ত্রাসী হামলায় দুই আর্মি অফিসারসহ সাত সেনা সদস্য নিহত হয়েছে। শনিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীর একটি নিরাপত্তা চৌকিতে এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। বিবৃতি অনুযায়ী, ছয় সন্ত্রাসীর একটি দল এ হামলা চালায়। বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে ঢোকে তারা। এরপরই ঘটে এই বিস্ফোরণ।

পাকিস্তানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা চৌকিতে প্রথমে হামলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ওই সন্ত্রাসীরা একটি গাড়ি নিয়ে সেখানে ঢুকে যায়। ওই গাড়িতে ছিল বিস্ফোরক। এরপর তারা আত্মঘাতী হামলা চালায়।

ওই এলাকায় থাকা সব সন্ত্রাসী নির্মূলের চেষ্টা করা হচ্ছে, বিবৃতিতে বলা হয়।

গত বছর থেকে পাকিস্তানে হামলার মাত্রা বেড়ে গেছে। ২০২৩ সালে সর্বমোট ৭৮৯টি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ১,৫২৪ জন এবং আহত হয়েছেন ১,৪৬৩ জন। খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান এলাকায় এসব হামলা বেশি হয়ে থাকে।