তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোলিংয়ের পর ব্যাট হাতেও শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে ব্যাটারদের ব্যর্থতায় বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। টাইগ্রেসদের ১১৮ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অজি মেয়েরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে অজি মেয়েদের ব্যাটিংয়ে পাঠান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজি মেয়েদের। বাংলাদেশি বোলারদের তোপের মুখে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।

অ্যানাবেল সাদারল্যান্ড ও আলানা কিংয়ের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পায় সফরকারীরা। সাদারল্যান্ডের ফিফটিতে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। সাদারল্যান্ড ৭৬ বলে ৫৮ ও কিং ৩১ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

আর সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটাররা। ৩৬ ওভারেই সবকটি উইকেট হারিয়ে টাইগ্রেসদের ইনিংস থেমেছে মাত্র ৯৫ রানে। ফলাফল ১১৮ রানের বড় ব্যবধানে হার। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। এ ছাড়া দুই অঙ্ক পেরোতে পেরেছেন কেবল আর দুই জন-সুবহানা মোস্তারি (১৭) ও মুর্শিদা খাতুন (১০)।