রাষ্ট্রের জন্মের ইতিহাস নিয়ে যারা বিতর্ক করে তাদের কঠিন জবাবদিহিতার মুখোমুখি করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যারা গণতন্ত্রের চর্চা করে। বিএনপি মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘লন্ডন থেকে যার হুকুমে বিএনপি চলে তার যে ফ্রি স্টাইল নেতৃত্ব, এই নেতৃত্ব এখন বিএনপি নেতাদের নেমে নিতে কষ্ট হচ্ছে। বিএনপি এখন বুঝতে শুরু করেছে যে, তারেক রহমান যতদিন নেতৃত্বে আছে, ততদিন বিএনপি নামক দলটির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে থাকবে এবং ভুলের চোরাবালিতে তারা আটকে আছে। এখান থেকে তারা বের হতে পারবে না।’

নির্বাচনবিরোধী কোনো দল এ দেশে রাজনীতি করবে রিমোট কন্ট্রোল নেতৃত্বের অধীনে সেটা কি হয় এমন প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, ‘সাহস থাকে, দেশে আসেন। দেশে এসে রাজনীতি করুন। জেলে যাওয়ার সাহস সঞ্চার করুন। আজকে লন্ডনে বসে আন্দোলনের ডাক দেবেন, সে আন্দোলনে আর কেউ সাড়া দিক, জনগণ দেবে না। এখন বিএনপির নেতাকর্মীরাও বলছে আন্দোলন ভুয়া। এ আন্দোলনকে তারাও ভুয়া আন্দোলন বলছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এই বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ, রমজানকে ঘিরে রাজনীতি করে ব্যর্থ, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও ব্যর্থ। সেটাও কেউ শোনে না।’