ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। এরপর টানা দুই গোল হজম করে পিছিয়ে পড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা। সেখান থেকে হ্যাটট্রিক করে বার্সাকে ৪-২ ব্যবধানে দারুণ একটি জয় উপহার দিয়েছেন রবার্ট লেভানদোভস্কি। ম্যাচের ৪৯, ৮২ ও অতিরিক্ত সময়ে গোল তিনটি করেন পোলিশ স্ট্রাইকার।
সোমবার রাতে ঘরের মাঠে ম্যাচের ২২ মিনিটে লোপেজের গোলে লিড পায় বার্সা। তবে ১১ মিনিটের ব্যবধানে টানা দুই গোল করে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ২৭ মিনিটে হুগো দুরো ও ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পেপেলু। বিরতির আগেই ম্যাচের ভারসাম্য নষ্ট হয় মামার্দাশভিলি পেনাল্টি বক্সের বাইরে হাত দিয়ে বল ধরলে। লামিনে ইয়ামালকে ঠেকাতে গিয়ে তালগোল পাকিয়ে লাল কার্ড দেখেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক।
দশ জনের ভ্যালেন্সিয়ারকে পেয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বার্সা। ফল পায় ৪ মিনিটের মধ্যে। ম্যাচের ৪৯ মিনিটে নিজের প্রথম গোলটি পান লেভানদোস্কি। এতে ২-২ গোলে সমতায় ফেরে বার্সা।
৮২ মিনিটে দ্বিতীয় গোলে বার্সাকে এগিয়ে নেন তিনি। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন বার্সা ফরোয়ার্ড।এই জয়ে ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সেলোনা। হারের পর ৪৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে ভালেন্সিয়া।