দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ক্রিস্তিয়ানো রোনালদো ফের আলো ছড়ালেন। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচে তৃতীয় হ্যাটট্রিকের স্বাদ নিলেন তিনি। পর্তুগিজ মহাতারকার ঝলমলে নৈপুণ্যে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিল তার ক্লাব।
শনিবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে নিজেদের মাঠে আল ওয়েহদার বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে আল নাসর। রোনালদো ছাড়াও জালের ঠিকানা খুঁজে নেন ওতাভিও, সাদিও মানে ও মোহাম্মেদ আল-ফাতিল।
ম্যাচজুড়ে দাপট নিয়ে লড়ে নাসর। প্রথমার্ধে জোড়া আঘাত হানেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ম্যাচের পঞ্চম ও ১২তম মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন সি’আর সেভেন।
এরপর ম্যাচের ১৮তম মিনিটে ওটাভিও ও ৪৫তম মিনিটে সাদিও মানের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় গ্লোবাল ওয়ান।
বিরতি থেকে ফিরে নিজের হ্যাটট্রিক আদায় করেন রোনালদো। আল-নাসরের জার্সিতে সবমিলিয়ে রোনালদোর ষষ্ঠ হ্যাটট্রিক এটি। এ ছাড়া ক্যারিয়ারে এটি তার ৬৬তম হ্যাটট্রিক। এর মধ্যে ৩০টি বয়স ৩০ হওয়ার আগে আর ৩০-এ পা রাখার পর করলেন ৩৬টি।
চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ২৭ ম্যাচে ৩২ গোল করে সর্বোচ্চ স্কোরারের শীর্ষস্থান আরও মজবুত করলেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে রোনালদোর গোল দাঁড়াল ৪০টি।
ম্যাচের ৮৮তম মিনিটে আল ওয়েহদা জালে বল জড়ান আল-ফাতিল। আর তাতে জয় নিশ্চিত হয় নাসরের।
এই জয়ে ৩০ ম্যাচে ২৪ জয় ও দুই ড্রয়ে ৭৪ পয়েন্টে দুইয়ে আল-নাস্র। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আল-হিলাল।