যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাতে রাফাতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ১২ জন নিহত নিহত হয়েছে। এনিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৩৫ জনে।
পাশাপাশি রাফা সীমান্তের কাছাকাছি অবস্থান করছে ইসরাইলি ট্যাংক। মিশর কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাংকগুলো রাফা-মিশর সীমান্তের ২০০ মিটারে ভেতরে অবস্থান করছে, যা স্থল অভিযান শুরুর ইঙ্গিত দিচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে রাফা। শহরের আল-জাইনা এলাকায় আল-হামসের বাড়িতে ইসরাইলি বোমার আঘাতে ১২ জন নিহত হয়েছেন।
এদিকে সোমবার রাফাহ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরাইল। সেই নির্দেশের কয়েক ঘণ্টা পরই রাফায় বিমান হামলা শুরু করেছে ইসরাইল। আশঙ্কা করা হচ্ছে, মিশরে মধ্যস্থতাকারীদের মধ্যে চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরাইলের এমন হামলায় তা ভেস্তে যেতে পারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল-গাজা সংঘাতে ইসরায়েলি হামলায় ৩৪ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৭৭ হাজার ফিলিস্তিনি।