স্প্যানিশ লিগ ফুটবলে রাতের খেলায় জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠ অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। এই জয়ে ৩৫ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে বার্সার পয়েন্ট ৭৬। সমান ম্যাচে জিরোনার পয়েন্ট ৭৫। অন্যদিকে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৯০।

সোমবার (১৩ মে) রাতে ম্যাচের শুরুর দিকে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি বার্সা। তবে ক্রমেই খোলস ছেড়ে বেরিয়েছে জাভির শিষ্যরা।

ম্যাচের পঞ্চম মিনিটে সোসিয়েদাদই প্রথম সুযোগ পেয়েছিল। তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে লক্ষ্যভেদ করতে পারেননি শেরালদো বেকার। ক্রসবারের ওপর দিয়ে চলে যায় তার শট।

অবশেষে ৩৯তম মিনিটে এগিয়ে যায় বার্সা। লেভানডোভস্কির থ্রু-পাস থেকে ইয়ামালকে খুঁজে নেন গুন্ডোগান। এরপর চমৎকার ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই তরুণ ফুটবলার। চলতি লা লিগায় এটি তার পঞ্চম গোল।

এরপর ম্যাচের ইনজুরি টাইমে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ভিএআরে হ্যান্ডবল ধরা পড়ায় পেনাল্টি পায় বার্সা। সেই সুযোগই কাজে লাগান এই ব্রাজিলিয়ান।