টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের এ গ্রুপের খেলায় আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে কানাডা। শুক্রবার রাতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে কানাডা। জবাবে ব্যাটে নেমে ৭ উইকেটে ১২৫ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।
প্রথম খেলায় বিশাল সংগ্রহ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে হারা কানাডা আজ শুরুতেই হোঁচট খায়। আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে। তবে এরপর দেশটিকে পথ দেখান নিকোলাস কির্টন ও শ্রেয়াস মোভা।
পঞ্চম উইকেটে এই দুজন ৭৫ রানের জুটি গড়েন। কির্টন ৩৫ বলে ৪৯ রান আর মোভা ৩৬ বলে করেন ৩৭ রান। কানাডা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৩৭ রান। আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়ং আর ব্যারি ম্যাকার্থি দুইটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালোই করে আইরিশরা। ২৬ রানে তাদের প্রথম উইকেটের পতন হয়। এরপর ব্যাটিং বিপর্যয় শুরু হয়। দলের খাতায় ৫৯ রান তুলতেই হারায় ছয় উইকেট। তাতে সহজ জয়ের দিকেই এগুচ্ছিল কানাডা।
কিন্তু সপ্তম উইকেটে মার্ক আদায়ার আর জর্জ ডকরেলের জুটিতে খেলায় ফেরে আয়ারল্যান্ড। দুজনের দারুণ ব্যাটিংয়ে শেষ ২৮ বলে আইরিশদের দরকার ছিল ৩৬ রান। তবে কানাডা নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৫ রানে বেধে রাখে আয়ারল্যান্ডকে।
ডকরেল ২৩ বলে ৩০ আর আদায়ার করেন ২৪ বলে ৩৪ রান। জেরমি গর্ডন আর ডিলন হেইলার নেন দুইটি করে উইকেট।