বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড। সুপার এইটে জায়গা করে নিতে হলে নামিবিয়ার বিপক্ষে জিততেই হতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত আড়াই ঘণ্টা বিলম্বে কার্টেল ওভারের ম্যাচ শুরু হলেও মাঝপথে নামে বৃষ্টি। শেষ পর্যন্ত প্রবল প্রতিপক্ষ বৃষ্টিকে জয় করে সুপার এইটের সম্ভাবনা টিকিয়ে রেখেছে ইংল্যান্ড।

বৃষ্টির কারণে খেলাটি দেরিতে শুরু হওয়ায় বৃষ্টি আইনে ম্যাচ নির্ধারণ হয় ১১ ওভারের। খেলার মাঝে আবারো বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ালে কমিয়ে আনা হয় আরো ১ওভার।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। দলের পক্ষে ২০ বলে ম্যাচ সেরা সর্বোচ্চ ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন হ্যারি ব্রুক। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন জনি বেয়ার্স্টো। নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন রুবেন ট্রাম্পেলমেন।

জয় পেতে ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়া ৩ উইকেটে ৮৪ রান তুলতেই শেষ হয় ১০ ওভার। ইংল্যান্ডের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন জফরা আর্চার ও ক্রিস জর্ডান।

এই জয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে বি- গ্রুপের দ্বিতীয় স্থানে উঠেছে ইংলিশরা। আর রান রেটে পিছিয়ে পড়ায় সমান ৫ পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমেছে স্কটল্যান্ড।