জার্মানিতে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) বড় চমকের জন্ম দিয়েছে অস্ট্রিয়া। নেদারল্যান্ডস ও ফ্রান্সের মতো ফুটবল পরাশক্তির গ্রুপে থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ইউরোর শেষ ষোলোতে পা রেখেছে দলটি।
মঙ্গলবার (২৫ জুন) নেদারল্যান্ডসকে ৩-১ গোলে পরাজিত করে গ্রুপ ডি-এর শীর্ষে থেকে শেষ ১৬-তে পৌঁছেছে অস্ট্রিয়া। শক্তিশালী প্রতিপক্ষ ডাচ এবং ফরাসিদের সঙ্গে কঠিন গ্রুপে পড়া সত্ত্বেও রালফ রাংনিকের দল ৩টি ম্যাচের মধ্যে দুইটিতে জয়লাভ করে গ্রুপ টপার হয়।
এই দিন ম্যাচের শুরু থেকেই নেদারল্যান্ডসের ওপর চাপ সৃষ্টি করতে থাকে অস্ট্রিয়ানরা। সাফল্যও আসে খুব দ্রুত। প্রতিপক্ষের ভুলে ৬ মিনিটেই লিড নেয় দলটি। বক্সের সামনে অস্ট্রিয়ার মিডফিল্ডার আলেক্সান্ডার প্রাসের বাড়ানো পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ান ডাচ ডিফেন্ডার ডোনিয়েল মালেন।
এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধে ফিরেই গোল শোধ দেয় ডাচরা। কোডি গাকপো ৪৭ মিনিটে স্কোর ১-১ করেন। ৫৯ মিনিটে রোমানো শুমিডের গোলে ফের অস্ট্রিয়া লিড নেয়।
৭৫ মিনিটে গোল শোধ দেন মেমফিস ডিপায়। পাঁচ মিনিট পর ফের এগিয়ে যায় অস্ট্রিয়া। মার্সেল স্যাবিটাইজারের বাঁ পায়ের রকেট গতির কোনাকুনি শট জালে জড়ালে জয়ের আনন্দে মাতে তারা।