রোমেলু লুকাকুর হ্যাটট্রিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বড় জয় পেয়েছে বেলজিয়াম। গতকাল (শুক্রবার) রাতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩-০ গোলে তারা হারিয়েছে সুইডেনকে।

আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পেতে পারতো বেলজিয়াম। তবে ডি ব্রুইনার ক্রস মাথা ছোঁয়াতে পারেননি কারাসকো। ২১তম মিনিটে ট্রসার্ডের শট বাধা পায় গোলপোস্টের সামনে। ৩১তম মিনিটে সুইডেনের আক্রমণ ঠেকিয়ে দেন কর্তোয়া।

৩৫তম মিনিটে ম্যাচে প্রথম গোল হয়। লুকেবাকিয়োর ক্রস দুর্দান্ত এক হেডে জালে জড়ান রোমেলু লুকাকু। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধে নেমেই আবার গোল পায় বেলজিয়াম। এবারো গোল করেন লুকাকু, হেডে। অবশ্য এই গোলটি ছিল কর্নার থেকে।

দুই গোলে পিছিয়ে পড়ে পাল্টা আক্রমণ চালায় সুইডেন। তবে তাদের আক্রমণগুলো ছিল লক্ষ্যহীন। এর মাঝে ৮২ মিনিটে লুকাকু করেন নিজের এবং দলের তৃতীয় গোল। তাতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।