ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।বৃহস্পতিবার (২২শে আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালত ৬০ দিনের জন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপার ছাড়াও বাংলাদেশ পুলিশের মালিবাগ শাখার স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে বিষয়টি অবগতির পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশের অনুলিপি দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্টদের পাঠাতে বলা হয়েছে।
এরআগে, গত সোমবার তাকসিম এ খান যাতে বিদেশে যেতে না পারেন, সে জন্য পুলিশের বিশেষ শাখাকে (স্পেশাল ব্রাঞ্চ) চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চিঠিতে উল্লেখ করা হয়, তাকসিম এ খানের বিরুদ্ধে ঢাকা ওয়াসায় বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলমান। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে তাকসিম এ খান সপরিবার দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাঁর বিদেশ যাওয়া বন্ধ করা একান্ত আবশ্যক।