পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৮টি হত্যা মামলা রয়েছে। শুক্রবার (২০শে সেপ্টেম্বর) সকালে মশিউর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
পুলিশ সূত্র জানিয়েছে, মশিউর রহমানের বিরুদ্ধে ৮টি হত্যা মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা এখনও জানা যায়নি।
মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। ২০২২ সালে মশিউর রহমানকে গোয়েন্দা গুলশান বিভাগ থেকে সরিয়ে লালবাগ বিভাগের দায়িত্ব দেয়া হয়। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন তিনি। কিন্তু সরকার পতনের পর সর্বশেষ গত ১৩ আগস্ট মশিউর রহমানকে ডিবি থেকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়।