খà§à¦¨à§‡à¦° ঘটনায় সংশà§à¦²à¦¿à¦·à§à¦Ÿà¦¤à¦¾à¦° অà¦à¦¿à¦¯à§‹à¦—ে à¦à¦¾à¦°à¦¤à§‡à¦° বহà§à¦² আলোচিত ধরà§à¦®à¦—à§à¦°à§ গà§à¦°à¦®à¦¿à¦¤ রাম রহিম সিংসহ চারজনকে যাবজà§à¦œà§€à¦¬à¦¨ কারাদণà§à¦¡à§‡à¦° আদেশ দিয়েছেন à¦à¦¾à¦°à¦¤à§‡à¦° হরিয়ানা রাজà§à¦¯à§‡à¦° à¦à¦•à¦Ÿà¦¿ আদালত। সাজাপà§à¦°à¦¾à¦ªà§à¦¤ অনà§à¦¯à¦¾à¦¨à§à¦¯à¦°à¦¾ হলেন কৃষাণ লাল, জাসবীর সিং, অবতার সিং à¦à¦¬à¦‚ সাবদিল।
সোমবার à¦à¦¾à¦°à¦¤à§‡à¦° সংবাদমাধà§à¦¯à¦® à¦à¦¨à¦¡à¦¿à¦Ÿà¦¿à¦à¦¿ জানিয়েছে, কারাদণà§à¦¡à¦¾à¦¦à§‡à¦¶à§‡à¦° পাশাপাশি জরিমানাও করা হয়েছে তাদের সবাইকে। আদালতের নিরà§à¦¦à§‡à¦¶ অনà§à¦¯à¦¾à§Ÿà§€, জরিমানা হিসেবে ৩১ লাখ রà§à¦ªà¦¿ পরিশোধ করতে হবে রাম রহিম সিংকে। à¦à¦›à¦¾à§œà¦¾, সাবদিলকে দেড় লাখ, কৃষাণ লালকে ১ লাখ ২৪ হাজার, জাসবির সিংকে ১ লাখ ২৪ হাজার à¦à¦¬à¦‚ অবতার সিংকে à§à§« হাজার রà§à¦ªà¦¿ জরিমানা করেছেন আদালত।
হরিয়ানায় ডেরা সাচà§à¦šà¦¾ সাওদা নামে à¦à¦•à¦Ÿà¦¿ আশà§à¦°à¦®à§‡à¦° মালিক ছিলেন গà§à¦°à¦®à¦¿à¦¤ রাম রহিম সিং। মামলার বিবরনীতে জানা যায়, পà§à¦°à¦¾à§Ÿ ২০ বছর আগে খà§à¦¨ হওয়া রণজিৎ সিং ওই আশà§à¦°à¦®à§‡à¦° মà§à¦¯à¦¾à¦¨à§‡à¦œà¦¾à¦° ছিলেন à¦à¦¬à¦‚ à¦à¦‡ খà§à¦¨à§‡à¦° সঙà§à¦—ে সরাসরি সংশà§à¦²à¦¿à¦·à§à¦Ÿ ছিলেন রাম রহিম। বাকি চারজন ছিলেন তার সহযোগী।
আশà§à¦°à¦®à§‡à¦° দà§à¦‡ নারীকরà§à¦®à§€à¦•à§‡ ধরà§à¦·à¦£à§‡à¦° অà¦à¦¿à¦¯à§‹à¦— পà§à¦°à¦®à¦¾à¦£à¦¿à¦¤ হওয়ায় ২০১ৠসাল থেকে হরিয়ানা রাজà§à¦¯à§‡à¦° রোহতাক জেলার সà§à¦¨à¦¾à¦°à¦¿à§Ÿà¦¾ কারাগারে আছেন বিতরà§à¦•à¦¿à¦¤ ধরà§à¦®à¦—à§à¦°à§ রাম রহিম সিং। আদালতে খà§à¦¨à§‡à¦° মামলার বিচার চলাকালে অনà§à¦¯à¦¾à¦¨à§à¦¯ অপরাধীরা সশরীরে উপসà§à¦¥à¦¿à¦¤ থাকলেও সারà§à¦¬à¦¿à¦• নিরাপতà§à¦¤à¦¾à¦œà¦¨à¦¿à¦¤ কারণে তাকে আদালতে হাজির করেনি পà§à¦²à¦¿à¦¶à¥¤ কারাগারে à¦à¦¿à¦¡à¦¿à¦“ কনফারেনà§à¦¸à§‡à¦° মাধà§à¦¯à¦®à§‡ তিনি বিচারকাজে যà§à¦•à§à¦¤ হন।
আদালতের রায় অনà§à¦¯à¦¾à§Ÿà§€, জরিমানার অরà§à¦§à§‡à¦• অরà§à¦¥ দেওয়া হবে রণজিৎ সিংয়ের পরিবারের সদসà§à¦¯à¦¦à§‡à¦°à¥¤
রায়ঘোষণার দিন রাম রহিমের সেই আশà§à¦°à¦® যে হরিয়ানার যে à¦à¦²à¦¾à¦•à¦¾à§Ÿ অবসà§à¦¥à¦¿à¦¤- সেই সিরসা ও à¦à¦‡ ধরà§à¦®à¦—à§à¦°à§à¦° অনà§à¦¯à¦¤à¦® পà§à¦°à¦§à¦¾à¦¨ ঘাà¦à¦Ÿà¦¿ à¦à¦²à¦¾à¦•à¦¾ পঞà§à¦šà¦•à§à¦²à¦¾à§Ÿ নিরাপতà§à¦¤à¦¾ বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ জোরদার করে হরিয়ানা পà§à¦²à¦¿à¦¶à¥¤
ধরà§à¦®à¦—à§à¦°à§ গà§à¦°à¦®à¦¿à¦¤ রাম রহিম সিংয়ের বিরà§à¦¦à§à¦§à§‡ বহà§à¦¸à¦‚খà§à¦¯à¦• নারীকে ধরà§à¦·à¦£à§‡à¦° অà¦à¦¿à¦¯à§‡à¦¾à¦— রয়েছে। পà§à¦°à¦¥à¦® à¦à¦‡ অà¦à¦¿à¦¯à§‹à¦— উঠেছিল ২০০২ সালে। ওই বছর সিরসাসহ হরিয়ানার বিà¦à¦¿à¦¨à§à¦¨ জেলায় ছড়িয়ে দেওয়া বেনামী à¦à¦• চিঠিতে পà§à¦°à¦¥à¦® à¦à¦‡ বিষয়ে উলà§à¦²à§‡à¦– করা হয়।
সে সময় ডেরা সাচà§à¦šà¦¾ সাওদার মà§à¦¯à¦¾à¦¨à§‡à¦œà¦¾à¦° ছিলেন রণজিত সিং। মামলার বিবরণীতে বলা হয়, বেনামী ওই চিঠিটি ছড়িয়ে দেওয়ার পেছনে রণজিৎ সিংয়ের হাত রয়েছে- সনà§à¦¦à§‡à¦¹à§‡ তাকে গà§à¦²à¦¿ রে খà§à¦¨ করেন রাম রহিমের চার সহযোগী।
আর à¦à¦‡ খà§à¦¨à§‡à¦° মূল পরিকলà§à¦ªà¦¨à¦¾ সাজিয়েছিলেন গà§à¦°à¦®à¦¿à¦¤ রাম রহিম সিং নিজে।