সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন। বুধবার রাতে ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদ যাওয়ার সময় আল-কাসিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যম এআরওয়াই নিউজ এতথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, নিহতরা ওমরাহ শেষে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফিরছিলেন। হতাহতরা সবাই পাকিস্তানি নানকানা সাহিব জেলার পার্শ্ববর্তী গ্রাম ইসলামনগর এবং চক ১৮ এর বাসিন্দা। তারা সৌদি আরবে তারা ভিজিট ভিসা নিয়ে অবস্থান করছিলেন।
নিহতরা হলেন- জুলফিকার আলী, শাহবাজ আলী, উম্মে আমরা, আমরিয়া বিবি, হারাম ফাতিমা, মুহাম্মদ দাউদ, আবুজার, তাহরিম ফাতিমা এবং হারিম ফাতিমা। স্থানীয় পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।