সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের যুবারা ৩১৪ রানের পাহাড় গড়েছে। জাওয়াদ–রিফাত–কালামের তিন ফিফটিতে বড় স্কোরের ভিত পায় আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, তৃতীয় ওয়ানডে ক্রিকেট খেলায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ১৮৩ রানে হারিয়েছে আরব আমিরাতকে। আগে ব্যাট করে, ৮ উইকেটে ৩১৪ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। স্বাগতিক দলের পক্ষে কালাম সিদ্দিকি করেন সর্বোচ্চ ৯৭ রান।
এছাড়া, জাওয়াদ আবরার ৬৪ ও রিফাত বেগ ৫৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৩১ রানে অলআউট হয় আরব আমিরাত। সফরকারী দলের নুরুল্লাহ সর্বোচ্চ ৪১ রান করেন। বাংলাদেশ যুব দলের দেবাশীষ সরকার পান ৫ উইকেট।