গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে ৪৫ দিনের জন্য সাময়িক বিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তেল আবিব থেকে হামাসের কাছে পাঠানো নতুন প্রস্তাবে এই বিষয়টি জানানো হয়। মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাসের কাছে ইসরায়েলের এই প্রস্তাব উপস্থাপন করে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয়ঘনিষ্ঠ টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ।
এক বিবৃতিতে হামাস জানায়, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং যথাশীঘ্র সম্ভব তাদের প্রতিক্রিয়া জানাবে। হামাস আবারও তাদের মূল দাবি তুলে ধরে বলেছে, একটি যুদ্ধবিরতি চুক্তির শর্ত হওয়া উচিত গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসান।
হামাস জানিয়েছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে ইসরায়েলের অস্ত্রসমর্পণের দাবিকে ‘রেড লাইন’ বলে উল্লেখ করে গোষ্ঠীটি জানায়, স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া তারা কোনো আলোচনায় অংশ নেবে না।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ নেতা সামি আবু জুহরি বলেন, নতুন প্রস্তাবে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার ইসরায়েলি প্রতিশ্রুতি নেই, যা তাদের প্রধান দাবির সঙ্গে সাংঘর্ষিক।
এই প্রস্তাবে ইসরায়েল প্রথমবারের মতো পরবর্তী ধাপে হামাসকে নিরস্ত্র করার দাবি তোলে, যা হামাস স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। আবু জুহরি বলেন, প্রতিরোধের অস্ত্র সমর্পণ আমাদের কাছে রেড লাইন— এটি আলোচনার তো দূরের কথা, বিবেচনারই অযোগ্য।