আগামী ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হোম ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। ১৮ হাজারের বেশি দর্শক মাঠে বসেই উপভোগ করবেন এই ম্যাচ। স্টেডিয়াম এলাকায় প্রথমবারের মতো বসানো হচ্ছে ফ্যান জোনও। অনলাইনে বিক্রি করা হবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের টিকিট। তবে এখনো নির্ধারিত হয়নি টিকিটের মূল্য ও ক্যাটাগরি।

গেল ২৬ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে মাঠে নেমেছিল বাংলাদেশ। ওই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা দেওয়ান চৌধুরীর। বল পায়ে সেদিন দারুণ সব নৈপুণ্য দেখান প্রিমিয়ার লিগ মাতানো এই ফুটবলার। যদিও সেদিন পূর্ণ তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারেনি বাংলাদেশ।

অ্যাওয়ে ভেন্যুতে হামজার অভিষেক হলেও এখনও ঘরের মাঠে রোমাঞ্চ ছড়ানো হয়ে উঠেনি হামজার। আর লাল-সবুজের আঙিনায় চ্যাম্পিয়ন্স লিগে খেলা এই ফুটবলারের ঝলক দেখার প্রতীক্ষায় ১৬ কোটি বাঙালি।

গ্যালারীর (সাধারণ) জন্য ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রির পাশাপাশি অন্য ক্যাটাগরিও থাকবে। কোন ক্যাটাগরির টিকিট কত, সেটা সব বিবেচনা করেই করা হবে। সমর্থকরা যেন খেলতে দেখতে আসতে পারেন এবং টিকিটের মাধ্যমে বাফুফের আয়ও হয়, দুই দিকই বিবেচনা করা হবে।