একটি মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে ভারত। দেশটি জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র চীনের যেকোনো স্থানে আঘাত হানতে ও পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। বুধবার (২০ আগস্ট) ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে অগ্নি-৫ নামের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি সব প্রযুক্তিগত ও কার্যক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই পরীক্ষার মাধ্যমে দেশের কৌশলগত সামরিক সক্ষমতা আরও একবার প্রমাণিত হলো।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওড়িষ্যার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এতে সব ধরনের অপারেশনাল ও টেকনিক্যাল মানদণ্ড সফলভাবে যাচাই করা হয়েছে।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।
গত অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ায় এক শীর্ষ সম্মেলনে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেন। ২০১৮ সালের পর মোদি এই মাসেই আঞ্চলিক নিরাপত্তা ব্লক সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে তার প্রথম সফর করবেন বলে আশা করা হচ্ছে।
ইতিমধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করার জেরে ভারতীয় পণ্যে ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপ করায় নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র জানায়, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তাহলে ২৭ আগস্টের মধ্যে তারা ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে।
উল্লেখ্য, পাকিস্তান ও চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ভারত যেসব স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, অগ্নি-৫ সেগুলোর মধ্যে একটি।