ভারতের ছত্তিশগড়ে একটি বাস উল্টে খাদে পড়ে ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। হতাহতরা একটি বেসরকারি কারখানার শ্রমিক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দুর্গ জেলার কুমহারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
দূর্গের কালেক্টর স্থানীয় বার্তা সংস্থা এএনআই’কে জানান, কর্মীদের বহনকারী বাসটি রাত সাড়ে ৮টার দিকে কুমহারির কাছে একটি খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয় এবং এসময় আহত হয়েছে আর ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, আহতদের মধ্যে ১২ জনকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে, (রায়পুর) স্থানান্তরিত করা হয়েছে। বাকি দু’জনকে চিকিৎসা দেয়া হচ্ছে একটি বেসরকারি হাসপাতালে। তাদের সবার অবস্থা স্থিতিশীল।
এ কর্মকর্তা আরও জানান, বেশ কিছু যাত্রী বাসটিতে আটকা পড়ে আছে, তাদের উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি।