হংকংয়ের বিপক্ষে একমাত্র দেখায় হারের দুঃস্মৃতি থাকলেও এবার স্পষ্ট ফেভারিট ছিল বাংলাদেশই। এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে মাঠেও দাপট বজায় রেখেছে লিটন দাসের দল। গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা।

আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের ছুঁড়ে দেওয়া ১৪৪ রান তাড়া করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় ওভারে ফেরেন পারভেজ হোসেন ইমন। ১৪ বলে ১ ছয় ও ২ রানে ১৯ রান করেন তিনি। বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ হাসান তামিমও। তিনি ফেরেন ব্যক্তিগত ১৪ রানে। ৬ ওভারে বাংলাদেশের রান ছিল দুই উইকেটে ৫১।

এরপর হাল ধরেন লিটন ও হৃদয়। দুজনেই চেষ্টা করছিলেন দ্রুত রান তুলতে। তবে দুজনের স্ট্রাইক রেটই ছিল একশর নিচে। যদিও উইকেট খোয়াতে হয়নি। তবে ১০ ওভার শেষে বাংলাদেশের রান হয় ২ উইকেটে ৭৪। ৪৭ বলে এই জুটি করেন অর্ধশতক রান। ফিফটির দেখা পান লিটন দাসও। ৩৩ বলে নিজের ক্যারিয়ারের পঞ্চদশ ফিফটির দেখা পেয়ে আগ্রাসী হয়ে ওঠেন লিটন। তবে শেষ পর্যন্ত টিকতে পারেননি। জয়ের কাছাকাছি পৌঁছে আতিক ইকবালের বলে ৫৯ রানে ফিরতে হয় তাকে। জাকের আলীকে নিয়ে বাকিটা সারেন হৃদয়। প্রত্যাশিত জয় নিয়েই এশিয়া কাপ শুরু করে লিটন বাহিনী।

এর আগে দিনের শুরুতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ দল। এদিন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় হংকং।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন তানজিম সাকিব।

তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে নিজের প্রথম সাফল্য পান তাসকিন আহমেদ। হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরান তিনি, এই ব্যাটার ফেরেন ৪ রানে।শুরুতেই ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং। তবে এই জুটিকেও বেশিক্ষণ টিকতে দেননি তানজিম সাকিব।

পঞ্চম ওভারে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করেন তিনি। এরপর তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন জিসান আলী ও নিজাকাত খান। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকা জিসানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তানজিম সাকিব। এই ওপেনার ৩০ রান করেন। তার জায়গায় নেমে বেশ আক্রমণাত্মক ইনিংস উপহার দেন ইয়াসিম মুর্তুজা।

মাত্র ১৯ বলে ২৮ রান করেন হংকং অধিনায়ক। তিনি রান আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তার দল। একপ্রান্ত আগলে খেলতে থাকা নিজাকাত ৪২ রানে আউট হন। পরে হংকংয়ের আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নিজাকাতকে ফেরানোর পরের বলেই কিঞ্চিত শাহকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রিশাদ হোসেন। তানজিম ও রিশাদ ছাড়া জোড়া উইকেটের দেখা পেয়েছেন তাসকিনও। নিজের শেষ ওভারে আইজাজ খানকে ফেরান এই পেসার।

আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।