মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। এই নির্বাচনের ফল কী হবে, তা নির্ধারণ করবেন কেবল বাংলাদেশের জনগণ।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে, আমরা তাদের সঙ্গেই ভবিষ্যতে কাজ করতে প্রস্তুত।

নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যৌথ উদ্যোগে কোনো পর্যবেক্ষক আসছে না। তবে ব্যক্তিগতভাবে চারটি জায়গায় ভোট পর্যবেক্ষণ করা হবে। সেটি ইসির সহযোগিতা ছাড়া। অফিসিয়ালি যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষক পাঠানো হচ্ছে না।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, তবে মার্কিন দূতাবাস থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম, খুলনা, সিলেট আর ঢাকায় ভোট পর্যবেক্ষণ করবে দেশটি। সেটি ইসির সহযোগিতা ছাড়া। এ চার এলাকায় ভোট পর্যবেক্ষণ করে রিপোর্ট দিবে তাদের দেশের সরকারকে। তবে এ নির্বাচন পর্যবেক্ষণে অফিসিয়ালি পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র।

মার্কিন রাষ্ট্রদূত জানান, অন্তর্র্বতী সরকার ও নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে সিইসি তাকে বিস্তারিত অবহিত করেছেন। এ তথ্যগুলো নিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানান তিনি।

গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।