আফগানিস্তানে বহু বছর ধরে কয়েকশ মিলিয়ন ডলার ব্যয় করে আমেরিকান বাহিনী এবং সামরিক জোটের অন্য সদস্যরা দেশটির জনগণের একটি গোপন ডিজিটাল ডাটাবেজ তৈরি করেছিল।
আফগানিস্তানের ক্ষমতাগ্রহণের পর দেশটির সাবেক সরকারের এ গোপন তথ্যভাণ্ডার হাতিয়ে নিয়েছে তালেবান। বর্তমানে এ গোপন ডিজিটাল ডাটাবেজ পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে তালেবান। খবর নিউজ উইকের।
পাকিস্তান সেনাবাহিনীর তিনটি সি-১৩০ বিমান মানবিক ত্রাণ দেওয়ার নামে আফগানিস্তানে গিয়েছিল। বিমানগুলো আফগানিস্তানের সাবেক সরকারের গোপন দলিলপত্র নিয়ে কাবুল ত্যাগ করে।
এ ঘটনাকে আফগানিস্তানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে এ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ খবরের সত্যতা যাচাই করা যায়নি। পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এসব দলিলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
আফগান গোয়েন্দা সংস্থা বা এনএসডির এসব দলিলের মধ্যে রয়েছে অসংখ্য হার্ড ডিস্কসহ অন্য ডিজিটাল ডাটাবেজ।