ইউক্রেনে রাশিয়ার আক্রমণ চলমান থাকা অবস্থায় দুই দফা আলোচনার পর আবারও বৈঠকে বসবে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রবিবার দুই পক্ষের তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে। দুই নেতার ফোনালাপ নিয়ে জার্মান চ্যান্সেলরের কার্যালয়ের বিবৃতিতে এ কথা বলা হয়েছে। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
দ্বিতীয় দফার আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ইউক্রেন জানিয়েছে, যেসব বিষয়ে সমঝোতা তাদের জন্য প্রয়োজনীয় সেগুলো নিয়ে কোনও ফলাফল আসেনি। তবে বেসামরিকদের জন্য মানবিক করিডোরের বিষয়ে ঐকমত্য এসেছে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পডোলিয়াকও জানিয়েছেন, তৃতীয় দফার আলোচনা কাল বা পরশু অনুষ্ঠিত হবে। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।
বেলারুশে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় আরেকটি বৈঠকের সিদ্ধান্ত ছাড়া কোনও অগ্রগতি হয়নি।
বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন মুখোমুখি আলোচনায় বসার জন্য। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধের এটিই একমাত্র উপায়।