ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে আছে মুম্বাই, নয়াদিল্লি, উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্য। আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির কবলে পড়েছে ভিয়েতনাম। চীনের বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়নি।

দুই মাসের বেশি সময় ধরে বন্যায় ডুবে আছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় মৃতের সংখ্যা ৯০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ত্রাণ সংকটসহ নানা দুর্ভোগে নাজেহাল বানভাসী মানুষ। বেশিরভাগ জায়গায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

গত কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে আছে মুম্বাই, নয়াদিল্লিসহ দেশটির বেশ কয়েকটি রাজ্য। এসব জায়গায় আরও বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পালঘর, রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ জেলা এবং কোঙ্কন অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। তবে দিল্লিতে বৃষ্টির ফলে বাতাসের মান উন্নত হয়েছে।

এদিকে, উত্তর প্রদেশের আটটি জেলায় গত ২৪ ঘণ্টায় বন্যার কারণে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ৬ শতাধিক গ্রামের ১০ লাখ মানুষ বানভাসী। প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। প্রায় সব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে।

অন্যদিকে, প্রবল বৃষ্টির কবলে পড়েছে ভিয়েতনামের বিভিন্ন প্রদেশ। হা জাং প্রদেশে ভূমিধসে অন্তত ১১ জন নিহত ও নিখোঁজ বেশ কয়েকজন। চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, চীনের বন্যা পরিস্থিতির উন্নতি নেই। এখনো ডুবে আছে দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশ।