মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা ব্যক্তি । হৃদরোগের জটিলতার কারণে শুক্রবার মিনেসোটায় তিনি মারা যান। ফেসবুকে তার মা এ খবর জানিয়েছেন। ইউক্রেনের বংশোদ্ভূত ইগর ভভকভিনস্কি ৭ ফুট ৮ ইঞ্চি লম্বা ছিলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকডর্স অনুযায়ী, ২৭ বছর বয়সে ইগরকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে ঘোষণা করে। বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি লম্বা ব্যক্তি তুরস্কের, যার নাম সুলতান কোসেন। তিনি ৮ ফুট ২ ইঞ্চি লম্বা।

বিশেষজ্ঞরা জানিয়েছে, পিটুইটারির বিশালত্বের কারণে গ্রোথ হরমোনের অতিরিক্ত নিঃস্বরণই এই অস্বাভাবিক লম্বার জন্য দায়ী।

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় মায়ো ক্লিনিকে সন্তানের চিকিৎসার জন্য তিনি ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে আসেন। দু’দফা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জীবন রক্ষা পেলেও তার অস্বাভাবিক বৃদ্ধি থামানো যায়নি বলে তিনি উল্লেখ করেন।

২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা এক রাজনৈতিক সমাবেশে ভিড়ের মধ্যে তাকে লক্ষ্য করেন। ইগরের গায়ে থাকা টি শার্টে লেখা ছিল, ‘বিশ্বের বড় ওবামা সমর্থক’। ওবামা তাকে কাছে ডেকে নেন এবং হাত মেলান।