ফ্লোরিডায় বসবাসকারী একদল কুচক্রী দীর্ঘদিন ধরে এফবি টিভি’র বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা এই টেলিভিশন এরই মধ্যে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। সেটাই এই কুচক্রীদের হিংসার বড় কারণ বলে মনে করেন ফ্লোরিডার সচেতন নাগরিক সমাজ।
সবশেষ গত শনিবার (২০ নভেম্বর) এফবি টিভি এবং এফবি নিউজ টোয়েন্টি ফোর সেভেন ডট কম এর যৌথ উদ্যোগে ‘মুক্তিযুদ্ধ উৎসব’ এর আয়োজন করা হয়। বাংলাদেশের মহান স্বাধীনতার
৫০ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অবলম্বণে নির্মিত প্রামাণ্যচিত্র ‘একটি দেশের জন্য গান’ প্রদর্শিত হয়। পরে প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোররা মুক্তিযুদ্ধ এবং সেই কনসার্টের উপর ক্যুইজে অংশ নেয়। তাদের কাছে তুলে ধরা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চমৎকার একটি অধ্যায়। বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রামাণ্যচিত্রে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের অংশবিশেষও দেখানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান গ্রেস ম্যাং, একুশে পদক বিজয়ী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত এবং খ্যাতিমান সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর ধারণকৃত বক্তব্য দেখানো হয়।
প্রবাসে ভীষণভাবে প্রশংসিত এই অনুষ্ঠানটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য ফ্লোরিডার একদল কুচক্রী উঠে পড়ে লেগেছে। তাদের হাতে কোন গঠনমূলক ও সত্য অভিযোগ নেই। তারা মনগড়া ও মিথ্যা তথ্য দিয়ে ভূঁইফোঁড় অনলাইন সংবাদপত্র এবং নিজেদের ফেসবুকের মাধ্যমে সেই অনুষ্ঠান, এফবি টিভি, এফবি নিউজ টোয়েন্টিফোর ডট কম এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে বিষোদগার ও ডাহা মিথ্যা কথা ছড়ানোর চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা এরিমধ্যে ফ্লোরিডার মানুষ প্রতিহত করেছে।
স্বীকার করছি, সেই অনুষ্ঠানের একটি পর্যায়ে দুই একজন লোক কিছু বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। সেটাও আয়োজকদের সঙ্গে কোন অবস্থাতেই সংশ্লিষ্ট নয়। বরং আয়োজকরা কঠিন হাতে অপ্রীতিকর অবস্থা প্রতিহত করেছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। ষড়যন্ত্রকারীরা বলার চেষ্টা করছে, “এই অনুষ্ঠানের মাধ্যমে নাকি বঙ্গবন্ধু ও জয়বাংলা শ্লোগানের অবমাননা করা হয়েছে’। অথচ এমন কিছুর সঙ্গে আয়োজক প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ কোনভাবেই জড়িত নয়। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর জন্ম না হলে, বাংলাদেশেরও জন্ম হোতো না। মহান এই নেতা আমাদেরকে দিয়েছেন আত্মপরিচয়, একটি দেশ। জাতির পিতার অবমাননা কোন অবস্থাতেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষেরা মেনে নেবে না। এফবি টিভি, এফবি নিউজ কর্তৃপক্ষও একই চেতনায় বিশ্বাসী। সেই সঙ্গে ‘জয় বাংলা’ আমাদের প্রাণের শ্লোগান, আমাদের মুক্তির শ্লোগান। ফলে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং জয় বাংলা শ্লোগানের যারা অবমাননা করবে, তাদেরকে আমরাও কঠোরভাবে প্রতিহত করবো। সেক্ষেত্রে সেই অনুষ্ঠান আয়োজনে সম্পৃক্ত এবং অতিথিদের কেউই এমন কোন কিছু করেননি। মনগড়া, মিথ্যা এবং ফেসবুক লাইভ থেকে নেয়া ভিডিও’র সঙ্গে ডাবিং করে পরবর্তীকালে ভয়েস যুক্ত করে অপপ্রচার চালাচ্ছে ফ্লোরিডার কিছু দুষ্টু মানুষ।
জানা গেছে, এই দুষ্টু চক্র ও ষড়যন্ত্রকারীদের নেতৃত্ব দিচ্ছেন ফ্লোরিডায় বসবাসকারী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি এম ফজলুর রহমান। তার অভিযোগ, সেই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হয়নি। কেবল মাত্র একজন মানুষকে আমন্ত্রণ জানানো হয়নি, এই প্রতিহিংসা থেকে তিনি ও তার সঙ্গে যুক্ত ভয়ংকর কিছু তথ্য সন্ত্রাসী অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তার সঙ্গে যুক্ত অন্য চক্রান্তকারীরা হচ্ছেন শাহীন মাহমুদ, ফারুক আহমেদ এবং নান্নু আহমেদ। এর বাইরেও ভেতরে ভেতরে আরও কিছু লোক তাদের সঙ্গে যুক্ত হয়ে কলকাঠি নাড়ছে বলে জানা গেছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধুদের পাশে এসে দাঁড়ানোর অসামান্য উদ্যোগ ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ কে ঘিরে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের এমন মহৎ উদ্যোগ নিয়ে যারা চক্রান্ত করছে, তারা আসলে দেশবিরোধী। তাদের মধ্যে জামাত শিবিরের লোক রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। যাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ফ্লোরিডা প্রবাসী বহু বিতর্কিত এম ফজলুর রহমান।
অভিযোগ পাওয়া যাচ্ছে, সেদিনের সেই উৎসবকে কলঙ্কিত করার জন্য মিথ্যা বানোয়াট তথ্য সাজিয়ে বিভিন্ন গণমাধ্যমে পাঠাচ্ছে এই চক্র। এম ফজলুর রহমান নিজে সেই বানোয়াট সংবাদ ছাপানোর জন্য বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের কাছে তদবির করে যাচ্ছেন। যা মুক্তিযুদ্ধের পক্ষের প্রবাসীরা তীব্রভাবে প্রতিহত করবে।
‘প্রবাসে আপনার পাশে’ এই শ্লোগান নিয়ে গড়ে ওঠা এফবি টিভি এবং ‘সচল সংবাদ সবসময়’ এই শ্লোগান নিয়ে গড়ে ওঠা এফবি নিউজ টোয়েন্ট ফোর সেভেন ডট কম এর মূল নীতিই গড়ে উঠেছে মহান মুক্তিযুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা জানিয়ে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই প্রতিষ্ঠান দুটো সবসময়ই বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিনির্মানে কাজ করে যাচ্ছে। ফলে যেসব ষড়যন্ত্রকারী এই প্রতিষ্ঠান দুটোকে ‘জামাত=শিবির’ বলে বিতর্কিত করার জন্য চক্রান্ত করে যাচ্ছেন, তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যদি এমন চক্রান্ত থেকে তারা বের হয়ে না আসে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
উল্লেখ্য: এফবি টিভির উদ্বোধনী অনুষ্ঠানে বাণী দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উদ্বোধন করেছিলেন নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। অন্যদিকে এফবি নিউজ টোয়েন্টি ফোর সেভেন ডট কম এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণী দিয়েছিলেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ। উদ্বোধন করেছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম।