বিশিষ্ট সম্পাদক,কলামিষ্ট, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী প্রধান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি এর ৮৩ তম জন্মদিন উদযাপন করেছে ফ্লোরিডা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

“শুভ জন্মদিনে” বিনম্র শ্রদ্ধাঞ্জলি স্লোগানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্লোরিডা ষ্টেট যুবলীগ এর সভাপতি আউয়াল দয়ান, সাধারন সম্পাদক মোহাম্মদ খোরশেদ, সিনিয়র সহ সভাপতি হারুন চৌধুরী , সহ সভাপতি রেজা ইসলাম, ফ্লোরিডা সেচ্ছাসেবক লীগ এর সাধারন সম্পাদক রাশেদ হোসেন , ফ্লোরিডা ষ্টেট যুবলীগ এর যুগ্ম সম্পাদক ডা. শাহিন, সাংগঠনিক সম্পাদক অসীম রয়, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক টিটু, দপ্তর সম্পাদক ফয়সাল, প্রচার সম্পাদক মো: জিতু ও মো: শীবলু । অনুষ্ঠানে কেক কেটে মহান এই নেতার জন্মদিন উদযাপন ও শ্রদ্ধা জানানো হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা শেখ ফজলুল হক মনির বণ্যাঢ্য জীবনের ওপর বক্তব্য রাখেন।

উল্লেখ্য ৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে তার জন্ম। তার বাবা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।

শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র। আরেক ছেলে শেখ ফজলে শামস পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান।

শেখ ফজলুল হক মনি ঢাকা নবকুমার ইন্সটিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ১৯৬০-৬৩ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তিনি গ্রেফতার হন। ১৯৬৫ সালে পাকিস্তান নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন এবং দেড় বছর কারাভোগ করেন। ১৯৬৬-এর ৬ দফা আন্দোলন তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশের কল্যাণকামী যুবসমাজকে সাথে নিয়ে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন শেখ ফজলুল হক মনি এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নিহত হন শেখ মনি।