বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।
কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারায় আর্জেন্টিনা।
এবার নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাসিলিয়ার মাঠে গারিঞ্চা স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি লাতিন আমেরিকান জায়ান্টরা। টানা দ্বিতীয় জয়ে আর্জেন্টিনার ভরসা সেই মেসিই।
মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে জিতলেই কোয়াটার ফাইনাল নিশ্চিত হবে আর্জেন্টিনার।
কোপায় অতীতের ২২ বারের সাক্ষাতে প্যারাগুয়ে একবারও আর্জেন্টিনাকে হারাতে পারেনি। তাছাড়া সব টুর্নামেন্ট মিলিয়ে আর্জেন্টিনা টানা ১৫ ম্যাচে অপরাজেয়। সেই রেকর্ড অক্ষুণ্ন রাখতে মরিয়া লিওনেল মেসিরা।