যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে টেলিফোন করেছেন। শুক্রবার হোয়াইট হাউসে এক ভাষণে বাইডেন এই তথ্য জানিয়েছেন।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি তাকে বলেছি এবং যখনই তার সঙ্গে কথা হয় বলি—যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণের পাশে রয়েছে।
পুতিন ইউক্রেনে ‘নির্মম আক্রমণ’ চালাচ্ছে উল্লেখ করে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে একত্রে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মিলে রাশিয়াকে বিচ্ছিন্ন এবং জবাবদিহি করার কাজ চলছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার কথা জানিয়েছেন।
সূত্র: সিএনএন