যুক্তরাষ্ট্রে আটক এক আইএস সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

আমেরিকান নাগরিকদের শিরশ্চেদ করার অপরাধে শুক্রবার ভার্জিনিয়া রাজ্যের জেলা জজ আলেকজান্দ্রা কোটে (৩৮) নামে ওই আসামির বিরুদ্ধে এ রায় দেন। খবর আরব নিউজের।

ব্রিটিশ বংশোদ্ভূত এই আইএস সদস্যের বিরুদ্ধে আমেরিকান দুই সাংবাদিক জেমস ফলি এবং স্টিভেন সটলফ ও দুই ত্রাণকর্মী কায়লা মুলার এবং পিটারকে অপহরণ ও হত্যার অভিযোগ আনা হয়।

যুক্তরাষ্ট্রে ১৫ বছর কারাভোগ করার পর বাকি সাজা তাকে যুক্তরাজ্যের কারাগারে ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ আছে।