‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘ইমমরর্টাল অ্যান্ড রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস’ ছবির অভিনেত্রী ফ্রিডা পিন্টো মা হতে চলেছেন। ইনস্টাগ্রামে নিজের ‘বেবি বাম্প’-এর ছবি দিয়েছেন ফ্রিডা। সঙ্গে রয়েছেন হবু বর কোরি ট্র্যান।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ফ্রিডার ‘বেবি বাম্প’কে সযত্নে ছুঁয়ে রয়েছেন কোরি। দ্বিতীয় ছবিতে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন তারা। ফ্রিডার অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন পোস্টের মন্তব্যের ঘর।
ফ্রিডার হবু স্বামী কোরি পেশায় একজন চিত্রগ্রাহক। ২০১৯ সালে বাগদান হয়েছিল তাদের। নেটমাধ্যমে সেই বিশেষ দিনের একাধিক ছবিও দিয়েছিলেন তারা।
২০১৭ সাল থেকেই কোরি এবং ফ্রিডার প্রেমের গুঞ্জন শোনা যায়। দুবছরের মাথায় তাদের সম্পর্ক পাকাপোক্ত হয়। তার আগে অভিনেতা দেব পটেলের সঙ্গে সম্পর্কে ছিলেন ফ্রিডা। ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। ২০১৪ সালে দেব এবং ফ্রিডার প্রেম ভাঙে।
প্রথম চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নিয়ার’ তাকে রাতারাতি তারকা বানিয়েছে ফ্রিডাকে। এরপর হলিউডে পরিচিত মুখ হয়ে ওঠেন ফ্রিডা পিন্টো। অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডমূলক কাজও করেছেন তিনি।