সাম্প্রতিক সময়টা গুঞ্জনে ভরপুর ক্রিস্তিয়ানো রোনালদোর। তাও আবার দল-বদল নিয়ে। সর্বশেষ যেটা ছড়ায়, সেটা হলো সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে যাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড! এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিই। মঙ্গলবার ইন্সটাগ্রামে সেসবের জবাব দিয়েছেন রোনালদো।

সামাজিক মাধ্যমে রোনালদো স্পষ্ট করেই বলে দিলেন, রিয়াল মাদ্রিদে তার ইতিহাস লেখা হয়ে গেছে। তবে দল-বদল নিয়ে এটা স্পষ্ট করেননি যে, তিনি জুভেন্টাস ছেড়ে চলে যেতে চান কিনা! তবে এ ধরনের গুজব ছড়ানোকে নিজের ও সংশ্লিষ্ট ক্লাবগুলোর জন্য অসম্মানজনক মনে করেন তিনি। বলেছেন, ‘ঘন ঘন আমার সঙ্গে বিভিন্ন ক্লাবকে জড়িয়ে খবর আর গল্প ছড়ানো হচ্ছে। অথচ কেউই সত্যটা খুঁজে বের করা নিয়ে ভাবছে না। আমি বাধ্য হয়েই মুখ খুললাম এটা বলতে যে, আমার নাম জড়িয়ে মানুষকে আর এসব করতে দিতে পারি না। এই মুহূর্তে আমি নিজের ক্যারিয়ার ও কাজ নিয়েই মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি যেসব চ্যালেঞ্জ সামনে রয়েছে, সেগুলোর মুখোমুখি হওয়ার জন্যও প্রস্তুতি সেরে রেখেছি।’

শুধু রোনালদোই নন, একই গুজবে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তিও সরব ছিলেন সামাজিক মাধ্যমে। টুইটারে লিখেছেন, ‘ক্রিস্তিয়ানো রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। তার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। তার পরেও আমি তাকে চুক্তি করার কথা ভাবিনি।’

২০১৮ সালে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যাওয়ার পর রোনালদো সিরি আ’ জিতেছেন দুটি। ইতালিয়ান কাপের শিরোপাও জিতেছেন। কিন্তু যে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুটের জন্য ক্লাবটির এত হাহাকার, সেটি এখনও পূরণ করতে পারেননি।